ধামরাইয়ে আদর্শ গ্রামে বিভাগীয় কমিশনার কে এম আলী আজম

রাসেল হোসেন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ভালুম আদর্শগ্রাম-১ দর্শন উপলক্ষে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

রবিবার সকাল ১০টার দিকে প্রথমে ২০০১ সালে বাস্তবায়িত ৭০টি পরিবারের আদর্শ গ্রামটি ঘুরে দেখেন এবং বসবাসরত সকলের খোজখবর নেন। পরে আদর্শ গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ভিশন নিয়ে আলোচনা করেন। সেইসাথে তিনি পুরুষের পাশাপাশি মাহিলাদের কাজ করার আহবান জানান। আদর্শ গ্রামের প্রতিটি ছেলে-মেয়ে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ গ্রামের নাম উজ্জল করতে পারে তারজন্য সু-দৃষ্টি কামনা করেন প্রতিটি পিতা মাতার কাছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেয়াসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, আদর্শ গ্রামের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এরপর তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার শরীফবাগ মধ্যপাড়া গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম দর্শন উপলক্ষে সমিতির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন। সবশেষে তিনি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকলস্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Print Friendly

Related Posts