ধামরাইয়ে ইউএনওকে হুমকি, একজনকে ১৫ দিনের কারাদন্ড

রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ায় রেন্ট এ কার এর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদকে ১৫ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ জানান, উপজেলার গেটের সামনে অবৈধভাবে রেন্ট এ কারের গাড়ি পার্কিং করায় বেশ কয়েকবার নিষেধ করলেও না শোনায় কয়েকটি গাড়িকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করায় মাসুদ ক্ষিপ্ত হয়। পরে পুলিশের সহযোগিতায় মাসুদকে অফিস রুমে আনলে আমাকে হুমকি প্রদান করে যে, আপনার গাড়ি কোথা দিয়ে যায় সেটা আমরা দেখব।

সরকারি কর্মকর্তাকে হুমকির দায়ে মাসুদকে ১৮৬০ সালের ১৮৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Print Friendly

Related Posts