ধামরাইয়ে উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন

রাসেল হোসেন, ধামরাই: গত বছর স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ও ৪শ বছরের পুরোনো ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠানে সংশয় দেখা দিলেও এবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে উল্টো রথযাত্রা উৎসব।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথযাত্রা উৎসব শেষ হলেও রথমেলা আরও ১৫ দিন পরযন্ত চলবে বলে জানিয়েছে আয়োজকরা।

রবিবার বিকাল সাড়ে ৫টায় ধামরাইয়ের গোপনগর মাধবমন্দির থেকে কায়েতপাড়া মন্দির আঙিনায় টেনে আনা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ও ৪শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ। আর এই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ৯ দিনের এই রথযাত্রা উৎসব।

উল্টো রথযাত্রা উৎসবকে ঘিরে দুপুরের পর থেকেই ধামরাইয়ের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও সারা দেশ থেকে সকল ধর্মের লোকজন ভিড় করতে থাকে।

এদিকে, উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুরো ধামরাই জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে বসানো হয় নিরাপত্তা চৌকি ও সিসি টিভি ক্যামেরা।

 

 

Print Friendly

Related Posts