ধামরাইয়ে ঝড়ে উড়ে গেছে মাদ্রাসার চাল

 

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে কাল-বৈশাখি ঝড়ে উড়ে গেছে হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম মাদ্রাসা এন্ড এতিমখানার ৫ কক্ষ বিশিষ্ট টিনশেড বিল্ডিংএর টিনের চাল। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল সন্ধ্যায় ঝড়ের সময়।

হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম মাদ্রাসা এন্ড এতিমখানায় ২৫০জন এতিম ছাত্র লেখাপড়া করে ও ১৮ জন শিক্ষক কর্মরত রয়েছে। হঠাৎ ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ায় ছাত্রদের লেখাপড়া ও রাত্রীযাপন খুব কষ্টকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও মাদ্রাসার প্রিন্সিপ্যাল।

মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি মোহাম্মদ হাবিবুল্লা জানান, গত ২৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে উড়ে যায় এই মাদ্রাসার টিনের চাল। ওই দিন মাদ্রাসা বন্ধ থাকায় কোন ছাত্রের ক্ষতি হয়নি। মাদ্রাসার ২৫০ শিক্ষার্থীর লেখাপড়া ও রাত্রীযাপনে কষ্ট হলেও অর্থাভাবে ঘর মেরামত সম্ভব হয়নি। তিনি এ ব্যাপারে উপজেলায় লিখিত দরখাস্ত দিয়েছেন এবং স্থানীয় এমপিকে এ বিয়টি জানিয়েছেন বলে জানান। এমপি তাদের আশ্বাস দিয়েছেন নিজের তহবিল থেকে সাহায্য করবেন। তিনি সরকারেরও দৃষ্টি আকর্ষন করেন।

Print Friendly

Related Posts