ধামরাইয়ে মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টা, ১০ দিনেও গ্রেফতার হয়নি আসামী

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের উত্তর হাতকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একই এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে নরুল ইসলাম (৫০), নরুল হক (৫৫) দুই ভাই ও তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীরা।

গত বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদের বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাতনামা দিয়ে  ধামরাই থানায় একটি  হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার ১০ দিন পার হয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে আনুমানিক সাড়ে ৫ টার সময় মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশে উত্তর হাতকোড়া বাহার উদ্দিন জামে মসজিদের দক্ষিণ পূর্ব কোনে পৌঁছানো মাত্র আগে থেকে পূর্ব পরিকল্পিত ওঁৎ পেতে থাকা মোহাম্মদ আলীর হুকুমে  নরুল ইসলাম সহ ৪/৫ জন অজ্ঞাতনামা সফিউদ্দিনের উপর দা,ছ্যানা,লোহার রড,শাবল,লাঠি সোটা নিয়ে তার ওপর  হামলা চালায়।এসময় নুরুল ইসলামের হাতে থাকা ছ্যানা দিয়ে মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করে।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ মাথায় ৮ টি সেলাই নিয়ে ১২ দিন যাবত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আবু সাঈদ জানান,ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে রয়েছে।আসামীদের ধরার অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

Print Friendly

Related Posts