ধামরাইয়ে রাস্তা উদ্বোধন ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া হতে ভুমি দক্ষিণ জয়মন্টপ পর্যন্ত ৭৭৮০ কিলোমিটার পাকা রাস্তা উদ্বোধন ও ধলেশ্বরী শাখা নদীর উপর ১০৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাকা রাস্তার উদ্বোধন ও ৯ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটার সেতুর শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

এসময় চৌটাইল ও রোয়াইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মাঝে আনন্দ বিরাজ করে।

কুল্লা ইউপি চেয়ারম্যান কালিপদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, রোয়াইল ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মিন্টু, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, কুল্লা ইউপি প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, তুষার আহমদ শান্ত প্রমুখ।

Print Friendly

Related Posts