ধামরাইয়ে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন নিয়ে আলোচনা সভা

রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলার শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হওয়ায় গত কয়েক দিন পূর্বে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ সহ বিভিন্ন উন্নয়ন নিয়ে সাধারণ মানুষদের সাথে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই ধামরাই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। শুধু তাই নয় সারাদেশে যে পরিমানে উন্নয়ন হয়েছে, যা পৃথিবীর কোন দেশে এত অল্প সময়ে উন্নয়ন হয়নি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সাটেলাইট-১ উৎক্ষেপণ করে দেশের তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের সেবা নিশ্চিত করেছেন তিনি। তার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার। শেখ হাসিনার র্দীঘায়ুর জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র ম্যানেজার প্রকৌশলী মোঃ হারুন। ১৫টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts