নারী গলফারকে ধর্ষণ ও হত্যার পর টুকরো টুকরো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নারী গলফার সেলিয়া বারকুয়েন আরোজানেমাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার দেহকে টুকরো টুকরো করে গলফ কোর্টের বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সেলিয়া বারকুয়েন আরোজানেমা যুক্তরাষ্ট্রের ‘র‌্যাঙ্কড’ তালিকাভুক্ত নামী গলফার। গত মঙ্গলবার গলফ কোর্সে অনুশীলন করার পর আরোজানেমা তার ঘরে ফিরে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে দেহকে টুকরো টুকরো করে গলফের মাঠেই ছুঁড়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ড্যানিয়েল রিচার্ডস নামে তার এক ছেলে বন্ধুকে গ্রেপ্তার করেছে লোয়া প্রদেশ পুলিশ।

গলফ কোর্সে স্থানীয় গলফাররা অনুশীলন করতে এসে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন। পরে কিছুদুর এগিয়ে আরও একটি ব্যাগ পান তারা। আলাদা আলাদা কয়েকটি ব্যাগে আরোজানেমার দেহের বিভিন্ন অংশ পেয়েছিলেন তারা। পরে লোয়া প্রদেশের আমেসের পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহের অংশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্ডিপেন্ডেন্ট আরও জানিয়েছে, ময়নাতদন্তের পর লোয়া পুলিশ জানিয়েছে, আরোজানেমাকে হত্যার আগে কয়েকবার ধর্ষণ করা হয়। ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহে ড্যানিয়েল রিচার্ডস নামে আরোজানেমার এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

স্পেনের পুয়েন্তে সান মিগুয়েলের বাসিন্দা সেলিয়া বারকুয়েন আরোজানেমা একজন গলফার ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি লোয়া প্রদেশের সেরা অ্যাথলেট। এছাড়া বিখ্যাত গলফ ম্যাগাজিন ‘গলফউইক’-এর বিচারে দেশের গলফ র‌্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে ছিলেন তিনি। ‘লোয়া স্টেট ইউনিভার্সিটি’-র তৃতীয় গলফার হিসেবে ‘ইউএস ওমেন্স ওপেন চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণ করেছিলেন।

Print Friendly

Related Posts