নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের থানা কমান্ডার মো: শাহ্ আলম বীর মুক্তিযোদ্ধা ৩০ জানুয়ারি নিউইয়র্ক সময় সকাল আটটায় আমেরিকার নিউইয়র্ক শহরের সেন্ট জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ই্ন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রাম থেকে গিয়ে তিনি দীর্ঘদিন জ্যামাইকা, নিউইয়র্ক, আমেরিকায় বসবাস করতেন।

উল্লেখ্য যে, গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ জ্যাকসন হাইট্স থেকে জ্যামাইকা নিজ বাসায় ফেরার পথে আততায়ীর হামলায় তিনি গুরুতরভাবে ঘাড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তারা আপন চার ভাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুস সোবহান ও মাতার নাম চিবালা খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং দেশে বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি জাতীয় পার্টির প্রাক্তন মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলুর ভায়রা ছিলেন।

Print Friendly

Related Posts