নিজ গ্রাম ভোলায় রাজিব মীরের দাফন সম্পন্ন

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষক রাজীব মীরকে গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) সকালে জানাজা শেষে সাড়ে ১০টার দিকে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার সকালে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় পৌঁছালে সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পরানগঞ্জ বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাজীব মীর গত শনিবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ভারতের চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ্ সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৪২ বছর।

জানা যায়, বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন রাজীব মীর। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল। কিন্তু অস্ত্রোপচারের আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

 

Print Friendly

Related Posts