‘নিরাপদ সড়ক চাই’ হবিগঞ্জ জেলা শাখার প্রচারাভিযান

মোঃ মামুন চৌধুরী: ট্রাফিক আইন জানা ও মেনে চলা প্রতিটি নাগরিকেরই কর্তব্য। অনেক সময় সচেতনতার অভাবেও ট্রাফিক আইন মানার ব্যাপারে ব্যত্যয় ঘটে। এ ব্যাপারে প্রচারণা অব্যাহত রাখতে হবে। এতে করে লোকজন আরো সচেতন হবেন।

এছাড়া রাস্তা পারাপারের ব্যাপারেও সাবধান থাকা উচিত। সব ধরনের পরিবহনকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা। রাস্তায় অনেক জায়গায় জেব্রা ক্রসিংয়ের দাগ ওঠে যায়। সেখানে প্রতিটা জেব্রা ক্রসিং যাতে চিনতে পারা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ট্রাফিক আইন মানার ব্যাপারে সব পক্ষকেই এগিয়ে আসা উচিত। সবার সমন্বিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরুক এবং সড়ক হোক নিরাপদ-এটাই প্রত্যাশা করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রাফিক আইন মেনে চলতে প্রচারাভিযানের সভায় বক্তারা।

১৪ অক্টোবর রবিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে ‘নিরাপদ সড়ক চাই’ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এসআর মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, নিসচা জেলার শাখার সহ-সভাপতি আবু নাসের মোঃ শাহিন, যুগ্ম-সম্পাদক সোয়েবুর রহমান, রাজু আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নুর উদ্দিন সুমন, সদস্য মাসুক মিয়া, সোহাগ মিয়া, তাউস মিয়া, ইমরান আহমদ, কাউছার মিয়া প্রমুখ।

এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন সম্পর্কে চালকদের মাঝে পরামর্শমূলক তথ্য প্রদান করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমানের নেতৃত্বে এতে নিরাপত্তা দিয়ে সহায়তা করেছেন এসআই ও পুলিশ সদস্যরা। এর আগে সড়কের শৃঙ্খলা রক্ষার্থে ওসি মুহাম্মদ সহিদুর রহমানের সাথে মতবিনিময় করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার নেতৃবৃন্দ।

Print Friendly

Related Posts