নেইমার খেললেন, গোলও করলেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই গোল। ফের ছন্দে ব্রাজিলের তারকা নেইমার। তাঁর ও রবার্তো ফিরমিনোর গোলে ক্রোয়েশিয়াকে ২-০ হারিয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সহজ জয়ের চেয়েও ব্রাজিলের কাছে স্বস্তির বিষয় হল নেইমারের মাঠে ফেরা। ১৬ বছর পর বিশ্বকাপ জিততে হলে যে রাশিয়ায় নেইমারকে সেরা ফর্মে থাকতেই হবে। এই তারকা নিজে অবশ্য মনে করছেন, তিনি এখন নিজের দক্ষতার ৮০ শতাংশ দিতে পারছেন।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই ম্যাচে বিরতির পর ফার্নান্দিনহোর বদলে মাঠে নামেন নেইমার। ২৩ মিনিটের মধ্যেই তিনি বুঝিয়ে দেন, বিশ্বকাপে খেলার জন্য পুরোপুরি তৈরি। ফিলিপে কুটিনহোর পাস ধরে বিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢুকে নিখুঁত শট নেন নেইমার। বলটি ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের একেবারে শেষমুহূর্তে ব্যবধান বাড়ান ফিরমিনো।

দলকে জিতিয়ে নেইমার বলেছেন, ‘চোটের জন্য তিন মাস মাঠের বাইরে ছিলাম। মাঠে ফিরে গোল করতে পেরে দারুণ লাগছে। আমি খুব খুশি। এখনও আমার চোটের জায়গায় যন্ত্রণা হচ্ছে। দীর্ঘদিন না হাঁটার ফলে সেটা হয়। আমি এখন নিজের দক্ষতার ৮০ শতাংশ দিতে পারছি।’

গোল করার পর ছুটে গিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমারকে ধন্যবাদ জানান নেইমার। তিন মাস আগে এই চিকিৎসকই তাঁর পায়ে অস্ত্রোপচার করেছিলেন। এ প্রসঙ্গে ব্রাজিলের তারকা বলেছেন, ‘শুধু লাসমারই না, রাফা ও রিকাকেও (ফিজিওথেরাপিস্ট ও ফিজিক্যাল ট্রেনার) ধন্যবাদ জানাচ্ছি। ওরা ২৪ ঘণ্টা আমার সঙ্গে ছিল। আমার কাছে যারা গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

Print Friendly

Related Posts