১৮ আগস্টই মৃত্যু হয় নেতাজির

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নেতাজির জন্মদিন উপলক্ষে একটি ট্যুইটে তাঁর মৃত্যু দিনের উল্লেখ করল কংগ্রেস৷ ফের একবার উসকে দেওয়া হল নেতাজির মৃত্যু সম্পর্কিত বিতর্ক৷

নেতাজি সুভাচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করা হয় কংগ্রেসের তরফে৷ সেখানেই নেতাজির ছবির পাশে জন্ম সালের সঙ্গে লেখা রয়েছে মৃত্যু সাল ও তারিখটিও৷ ওই পোস্ট অনুসারে নেতাজির মৃত্য হয়েছে ১৯৪৫ সালের ১৮ আগস্ট৷

নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য থেকেই অব্যাহত৷ তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের এই বীর সন্তানের৷ মনে করেন অনেকেই৷ তবে এই মতের বিরুদ্ধেও যুক্তি দেন বহু মানুষ৷ তাদের দাবি তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি।

ফরাসী গবেষক অধ্যাপক জে মোরের মতে ভিয়েতনামের জেলে বন্দি থাকা অবস্থাতেই ১৯৪৫ মৃত্যু হয় নেতাজির৷ তবে নিশ্চিৎ করে কিছু বলতে পারেননি তিনি৷ ফরাসী অধ্যাপক মোরের দাবি, ফরাসি সেনার হাতে থাকা ওই ফাইল নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান করতে পারে। যদিও ফরাসি সরকার মোরেকে সেই সময়কার বিভিন্ন চিঠি, তথ্য দিতে নারাজ ফরাসী সেনা৷ ভারত সরকারের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলেও মনে করেন গবেষক মোরে৷

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু৷ তাঁর ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে ২০১৬ সালে নেতাজী সম্পর্কিত ১০০টি গোপন ফাইলের আনুষ্ঠানিক প্রকাশ করেছে মোদী সরকার। বর্তমানে ভারতের জাতীয় আর্কাইভে এই ফাইলগুলো রাখা আছে। দেশবাসী অনলাইনে ফাইলবন্দি তথ্যগুলো পড়তে পারেন।

অনেকের ধারণা ছিল গোপন ফাইলগুলো প্রকাশের আসায় নেতাজির অনেক গোপন রহস্যের সুরাহা হবে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হলেও তেমনটি হয়নি৷ এখনও নেতাজীর মৃত্যু নিয়ে তাই বিতর্কের অন্ত নেই৷ তাই নেতাজীর মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি৷

তবে এদিনের ট্যুটের পর মনে করা হচ্ছে নেতাজীর মৃত্য নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে দিল দেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস৷ দেশের প্রচীন রাজনৈতিক দল মনে করছে ১৯৪৫ সালের ১৮ আগস্টই মৃত্যু হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর৷

Print Friendly

Related Posts