‘নৌকায় ভোট দিন, সোনার বাংলা উপহার দেব’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘নৌকায় ভোট দিন, সোনার বাংলা উপহার দেব’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ আসা মানে উন্নয়ন-শান্তি। দেশের উন্নতি ও ছেলেদের লেখাপড়া করানোর জন্য চাই মানুষের উন্নত জীবন। জাতীর পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব সেই স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌছে দেওয়া। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। সে জন্যই আমার আপনাদের কাছে আবেদন থাকবে, আমরা ২০০৯ এ ক্ষমতায় এসেছি। আমরা ২০১৪ এ আবার ক্ষমতায় এসেছি। সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে উন্নয়নের ছোঁয়া প্রতিটি এলাকায় যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সেন্টার করেছি। লার্নিং অ্যান্ড আর্নিং গড়ে তুলেছি। বিদেশে আউট সোর্সিং করে টাকা কামাই করতে পারে সেই সুযোগ আমরা করে দিচ্ছি। আমরা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছি। কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল আমরা নির্মাণ করে দেব।’

এ সময় জঙ্গিবাদের প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ইসলাম ধর্মের নামে কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করুক আমরা তা চাই না। ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থেকে দূরে থাকতে হবে। আমি এই সভায় প্রত্যেক অভিভাবক বাবা-মা, সকল শিক্ষক-স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল শিক্ষক, মসজিদের ইমাম এবং যারা ধর্মীয় শিক্ষক তাঁদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা, আপনাদের ছেলে-মেয়ে বিশেষ করে অভিভাবক, আপনাদের ছেলে-মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, কী করে, ওই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে ঠিকমতো লেখাপড়া করে কিনা সে বিষয়ে আপনাদের খবর রাখতে হবে।’

‘এই প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, জঙ্গিবাদ থেকে দূরে থাকবে, বাংলাদেশ হবে একটি শান্তির দেশ, উন্নয়নের দেশ সেটাই আমরা চাই।’

এর আগে ঠাঁকুরগাওয়ে ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আরও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly

Related Posts