পঞ্চম টেস্টে জাদেজার লড়াইয়েও পিছিয়ে ভারত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পঞ্চম টেস্টে পিছিয়েই আছে ভারত। প্রথম ইনিংসে লিড নেওয়া ইংল্যান্ড এগোচ্ছে অ্যালেস্টার কুক ও জো রুটের ব্যাটে। ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। নিজের সবশেষ টেস্ট ইনিংসে ৪৬ রানে অপরাজিত ওপেনার কুক। অধিনায়ক রুট ব্যাট করছেন ২৯ রানে।

প্রথম ইনিংসে ভারতকে ২৯২ রানে থামিয়ে ৪০ রানের লিড নেওয়া ইংল্যান্ড এগিয়ে ১৫৪ রানে। প্রথম ইনিংসের মতোই মন্থর শুরু করেন কুক ও কিটন জেনিংস। ত্রয়োদশ ওভারে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ শামি। ৩৮ বলে ১০ রান করে ফিরে যান জেনিংস।

নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিন নম্বরে নামা মইন আলিও। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে ৩৫ রানের জুটি ভাঙেন জাদেজা। সেটি তৃতীয় দিন ছিল অতিথিদের শেষ সাফল্য।

বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন কুক-রুট। দুই জনে এরই মধ্যে গড়েছেন ৫২ রানের জুটি। যথারীতি খোলসে নিজেকে ঢেকে রেখেছেন কুক। তিনটি চারে ৪৬ রান করতে খেলেছেন ১২৫ বল।

দ্রুত রান তোলায় ব্যস্ত রুট। ৪৩ বলে ২৯ রান করতে হাঁকিয়েছেন ৫ বাউন্ডারি।

এর আগে কেনিংটন ওভালে ভারত ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে রোববারের খেলা শুরু করে। প্রথম ঘণ্টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি-জাদেজা। দুই জনের ব্যাটে প্রথম সেশন কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেওয়ার পথে ছিল ভারত।

লাঞ্চের খানিক আগে বিহারিকে কট বিহাইন্ড করে ভারতের প্রতিরোধ ভাঙেন মইন। নিজের প্রথম টেস্ট ইনিংসে ১২৪ বলে ৭ চার ও ১ ছক্কায় বিহারি করেন ৫৬ রান। সপ্তম উইকেটে জাদেজার সঙ্গে গড়েন ৭৭ রানের দারুণ জুটি।

বিহারির বিদায়ের পর প্রায় একার চেষ্টায় দলকে তিনশ রানের কাছে নিয়ে যান জাদেজা। ইশান্ত শর্মা টিকেন ২৫ বল, শামি খেলেন ৫টি। রান আউট হওয়ার আগে জাসপ্রিত বুমরাহ টিকেন ১৪ বল।

৮ রান নিয়ে দিন শুরু করা জাদেজা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৬ রানে। তার ১৫৬ বলের দারুণ ইনিংস গড়া ১১ চার ও ১ ছক্কায়।

ইংল্যান্ডের ৭ বোলার ভাগ করে নেন ১০ উইকেট। দুটি করে উইকেট নেন মইন, অ্যান্ডারসন ও বেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২

ভারত প্রথম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৭৪/৬) ৯৫ ওভারে ২৯২ (রাহুল ৩৭, ধাওয়ান ৩, পুজারা ৩৭, কোহলি ৪৯, রাহানে ০, বিহারি ৫৬, পান্ত ৫, জাদেজা ৮৬*, ইশান্ত ৪, শামি ১, বুমরাহ ০; অ্যান্ডারসন ২/৫৪, ব্রড ১/৫০, স্টোকস ২/৫৬, কারান ১/৪৯, মইন ২/৫০, রশিদ ১/১৯)

ইংল্যান্ড ২য় ইনিংস: ৪৩ ওভারে ১১৪/২ (কুক ৪৬*, জেনিংস ১০, মইন ২০, রুট ২৯*; বুমরাহ ০/২৬, ইশান্ত ০/১১, শামি ১/৩২, জাদেজা ১/৩৬)

Print Friendly

Related Posts