পবিপ্রবিতে আভ্যন্তরীন সড়ক সংস্কারে দুর্ভোগ লাঘব

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন সড়ক সংস্কারে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। একই সাথে এতে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.ফারুক হোসেন জানান, ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলমান আছে।

এদিকে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, টিএসসি, প্রথম গেইট, দ্বিতীয় গেইট ও প্রধান ফটক এলাকার সড়ক বেহাল থাকায় বৃষ্টির দিনে দুর্ভোগ লক্ষ্য করা যেত। তবে দীর্ঘদিন পরে হলেও আভ্যন্তরীন সড়ক সংস্কার করায় পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

Print Friendly

Related Posts