পবিপ্রবিতে সড়কের বেহাল দশায় শিক্ষার্থীরা ভোগান্তিতে

খোরশেদ আলম,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অাভ্যন্তরীন সড়কের বেহাল দশায়  ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন থেকে এম কেরামত আলী হল পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারনে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।  রাস্তার খারাপ অবস্থার কারনে যাতায়াতের জন্য কোন যানবাহন ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা।

দুমকি বাজার থেকে এম কেরামত আলী হল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার  শিক্ষার্থীর আসা যাওয়া।  সড়কটি অত্যন্ত নিচু হওয়ায় বৃষ্টি মৌসুমে কাদাজলে একাকার হয়ে যায়। এছাড়া সড়কটিতে ব্যবহৃত ইটগুলো অসমতল হওয়ায় প্রতিনিয়ত সড়কে অঘটন ঘটছে।

কৃষি অনুষদের  শিক্ষার্থী মো: ফরিদুল ইসলাম দাবি করেন, প্রশাসনের দরজায় কয়েকবার কড়া নেড়েও নজর কাড়তে পারেননি তারা। তিনি আরো দাবি করেন,  ভিসি স্যার আশা দিলেও কোন সুরাহা পাইনি আমরা।

এদিকে  শিক্ষার্থীদের  অসুবিধার কথা বিবেচনা করে সড়ক মেরামত করতে পবিপ্রবি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।

Print Friendly

Related Posts