ব্যাপক নিরাপত্তার মধ্যে পাকিস্তানে ভোটগ্রহণ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রায় ১হাজার কাফন প্রস্তুত রেখেই ব্যাপক নিরাপত্তার মধ্যে পাকিস্তানে আজ সাধারণ নির্বাচন শুরু হয়েছে। প্রায় ১০৬ মিলিয়ন নিবন্ধিত ভোটার নিয়ে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। যেকোন সময় সমস্যা হতে পারে তাই প্রাণহানির আশঙ্কায় কাফনগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ার প্রদেশের উপকমিশনার আলতাফ আহমেদ শেখ।

জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের মোট ৮৫হাজার ৩শত ৭টি ভোটকেন্দ্র রয়েছে যার মধ্যে অন্তত ১৭হাজার ৭টি কেন্দ্রকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির মোট ৮শত ৪৯টি আসনের বিপরীতে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন ১২হাজার ৫শত ৭০জন। সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে ‘দ্য ডন’।

স্থানীয় সময় সকাল ৮টা ৭মিনিটে ভোটের প্রথম প্রহরেই ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’র প্রধানমন্ত্রী প্রার্থী শেহবাজ শরীফ লাহোরে তার ভোটটি দিয়েছেন। তিনি সকল নাগরিককে ভোটদানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে দেশ গড়ার জন্য ভবিষ্যত প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

Print Friendly

Related Posts