পিইসির ফলপ্রকাশ, পাসের হার ৯৭.৫৯%

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সারা দেশে এবার পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। পিইসি পরীক্ষায় গড় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৯১ শতাংশ।

আজ সোমবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি, জেডিসি ও পিইসি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরে সাংবাদিকদের ফলাফলের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৫২ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১২ লাখ ১১ হাজার ৬০০ জন এবং ছাত্রী ১৪ লাখ ৪১ হাজার ২৯৬ জন। ২৫ লাখ ৮৮ হাজার ৯০৪ জন শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছে। জিপিএ–৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। ইংরেজি ভার্সনে পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৪ দশমিক ৩৮ শতাংশ।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে শীর্ষে রাজশাহী বিভাগ। এই বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৮৮ শতাংশ।

Print Friendly

Related Posts