পৃথিবীর সবচেয়ে সুখী দেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পৃথিবীর আর পাঁচটা দেশের থেকে এদেশ আলাদা নয়৷ এখানেই রাত পোহালে দিন আসে৷ পাহাড়, নদী; সবই রয়েছে৷ কর্মসংস্থানেরও অভাব নেই৷ স্বাভাবিকভাবেই সেখানে থাকেন প্রচুর মানুষ৷ তাদের হাজারো সমস্যা৷ কিন্তু সেই সমস্যা তারা কাটিয়ে ওঠেন৷ সবসময় খুশি থাকেন৷ আর সেই কারণেই জাতিসংঘের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে তাদের দেশের নাম৷

দেশের নাম ফিনল্যান্ড৷ ২০১৮ সালে জাতিসংঘের তরফ থেকে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেই তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড৷ শুধু সেখানকার মানুষজনের জন্যই নয়৷ সেদেশে প্রবাসীরাও বেশ আনন্দেই থাকেন৷ জাতিসংঘের কাছে সেটিও অতিরিক্ত গুরুত্ব পেয়েছে৷

এবছর এই তালিকায় স্থান পেয়েছিল ১১৭টি দেশ৷ এই সব দেশেই প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে৷ গবেষকরা এই বিষয়টিতে বিশেষ করে নজর দিয়েছেন৷ তার উপর ভিত্তি করে ১১৭টি দেশের মধ্যে থেকে টপ টেন লিস্ট প্রকাশ করেছে জাতিসংঘ৷ কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার প্রফেসর জন হেলিওয়েল জানিয়েছেন, অদ্ভুতভাবে এই দেশে প্রবাসীরা বেশ খুশিতে থাকেন৷ আর এই বিষয়টিই বোনাস পয়েন্ট যোগ দিয়েছে ফিনল্যান্ডের ক্ষেত্রে৷ অন্য দেশ থেকে অনেকেই ফিনল্যান্ডে আসেন৷ কিন্তু এই দেশে এসে তারা খুশিতে থাকেন৷ খুম কম দেশেই এমন দেখা যায়৷ অ্যাডডাস্ট করতে গিয়ে হারিয়ে যায় খুশি৷ কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে না৷

মাথাপিছু আয়, স্বাস্থ্যকর পরিবেশ, সামাজিক সমর্থন, স্বাধীনতা ও বিশ্বাসের উপর নির্ভর করে কোনও মানুষের ভালো থাকা৷ রিপোর্ট বলছে এই সবদিক থেকেই ফিনল্যান্ড ভালো নম্বরে পাশ করেছে৷ ফিনল্যান্ড ছাড়াও যে সব দেশগুলি এই তালিকায় স্থান পেয়েছে, সেগুলি হল-

১) ফিনল্যান্ড
২) নরওয়ে
৩) ডেনমার্ক
৪) আইসল্যান্ড
৫) সুইৎজারল্যান্ড
৬) নেদারল্যান্ড
৭) কানাডা
৮) নিউজিল্যান্ড
৯) সুইডেন
১০) অস্ট্রেলিয়া

Print Friendly

Related Posts