পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ৪টি কিচেন মার্কেট নির্মাণ হচ্ছে

পৌর মেয়র ছালেক মিয়ার কিচেন মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন

মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকায় ৪টি কিচেন মার্কেট নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর মধ্যে ২৯ লাখ ১৬ হাজার ৪৬২ টাকায় পুরান বাজার (উত্তর), ৩৭ লাখ ৭৪ হাজার ৩৮৪ টাকায় পুরান বাজার (দক্ষিণ), ৬১ লাখ ৬২ হাজার ৩০ টাকায় দাউদনগর বাজার ও ৪৯ লাখ ৯৯ হাজার ৯৫৮ টাকায় আলীগঞ্জ বাজারসহ মোট ৪টি কিচেন মার্কেট নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রজেক্টের দায়িত্বে থাকা প্রকৌশলী হাছানুজ্জামান দেওয়ান এ তখ্য নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর মঙ্গলবার বিকেলে দাউদনগর বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন- দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সাফওয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ফাহিন হোসেন।

পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ ছালেক মিয়া নির্মাণ কাজ দ্রুত চালিয়ে যাওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন- আধুনিক প্রযুক্তিগ্রহণের মাধ্যমে এ কিচেন মার্কেট নির্মাণ হচ্ছে। চারটি মার্কেট নির্মাণ হলে পৌরবাসীর বড় একটি দাবী বাস্তবায়িত হবে। তার সাথে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। তাই মার্কেট নির্মাণে ব্যবসায়ীদের মাঝে বিপুল উৎসাহ তৈরী হয়েছে।

ব্যবসায়ীরা জানান- ১৯৯৮ সালে পৌরসভা হলেও কিচেন মার্কেট নির্মাণ হচ্ছিল না। অবশেষে মোঃ ছালেক মিয়া মেয়র হয়ে বাজারের উন্নয়নে নজর দেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এবার সত্যিই কিচেন মার্কেট নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজও নিয়মনীতি অনুযায়ী চলছে। তাই আমরা (ব্যবসায়ী) পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Print Friendly

Related Posts