প্যারিসে বিজয় দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপন

বদরুজ্জামান জামান, প্যারিস : মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয় দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপন করেছে ‘সুরধবনি একাডেমী’ ফ্রান্স। গত ৩ ডিসেম্বর রবিবার প্যারিসের একটি হলে ‘বিজয় ফুলের গান’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুস্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় ।

আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অলকা বড়ুয়া ।

parish

মুক্তিযোদ্ধা সিপাহী মোঃ ফরহাদ হোসেনকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় । তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া ।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, মুক্তিযোদ্ধা সিপাহী মোঃ ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান।

তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, পুঁথিপাঠ ও নৃত্য পরিবেশন করেন প্যারিসের স্থানীয় বিশিষ্ট শিল্পীবৃন্দ ।

উল্লেখ্য যে সিপাহী মোঃ ফরহাদ হোসেন ১৯৭০ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টে সিপাহী হিসাবে যোগদান করেন । উনিশ বছর বয়সে ৩ নম্বর সেক্টরে যুক্ত হয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করেন ।

Print Friendly

Related Posts