পড়ছে মন॥ সৈয়দ রফিকুল আলম

sayed-rafiqul

শেষ বিকেলে পাহাড় শীর্ষে একা
সূর্য তখন ডিমের কুসুম অস্তকোলে
স্মরণ পড়ে অবুঝ সবুজ দিনগুলো
ভাবছি শুধু ভাবছি শুধু পিছন ফিরে
গহিণ কোলে ছায়ার দীপ্তি আকাশ জুড়ে
তোমার বিম্ব সৃতিকথা পড়েছে মনে
দুধে আলতা পাতলা কোমর সুঠাম দেহে
আসন পেতে বসলে চোখাচোখি তীর ছুড়ে
আমার আমি আমার মতো যাচ্ছি বলে
না না ন রকম রুপ সাগরের গল্পগাঁথা
হৃদয় হতে উৎসারিত কতো কথা
চাইছি শুধু মনের বিভায় শোন কথা-
শোন কথা?

হঠাৎ দেখি হঠাৎ দেখি
বাজল কথায় দাঁড়ি
শাড়ির আঁচল খুললো পড়ে
কপাট বেয়ে আনমনে
চোখের দ্যুতি বিড়াল দৃষ্টে
এক্কামনে ইদুর ধরার
ছল কৌশলে-ছল কৌশলে
সিরসিরে মৃদুকম্প তোমার
দেহ চোখ মুখে
আদর ভরে যাচ্ছে ঝরে
যাচ্ছে বয়ে, যাচ্ছে ক্ষয়ে
মিশুক চোখের অরুণবরুণ
নিশি চোখে নিচ্ছে রুপক
রক্তলাল শরীর বেয়ে
আমার আমি বুঝে নিলাম
ভিন মাত্রায় কাটছে সময় কাটছে সময়!

হা গ্রাসে গিলবে আমায়
এমন তরো এমন তরো
ভয় পেয়েছি ভয় পেয়েছি
অনুরাগের নিস্ফলা জোয়ার
নিস্ফলা জোয়ার।

ক্ষনে আমি, জোড় কদমে
সটকে গেলাম, সটকে গেলাম
চারদশকে পূর্ব কথন
ভাবছি বসে ভাবছি বসে!

Print Friendly

Related Posts