বদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

বিডিমেট্রোনিউজ ॥ বাংলা উচ্চারণের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়ার ইরেজি বানানে পরিবর্তন এনেছে সরকার। সোমবার নিকারের বৈঠকে এই পাঁচ জেলার নামের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

এখন থেকে পাঁচ জেলার পরিবর্তিত ইংরেজি বানান হবে যথাক্রমে Chattogram, Cumilla, Barishal, Jashore এবং Bogura। পূর্বে এসব জেলার ইংরেজি বানান ছিল যথাক্রমে Chittagong, Comilla, Barisal, Jessore এবং Bogra।

প্রয়োজনে আরো কয়েকটি জেলার নামে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। বৈঠকে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে পয়লা মার্চ জাতীয় ভোটার দিবসের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি পাঁচগুণ গাছ লাগানোর শর্তে পেট্রোবাংলার জন্য মহেশখালীর সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Print Friendly

Related Posts