বরগুনা টু বাঁশবুনিয়া, চালিতাতলী সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

ইফতেখার শাহীন, বরগুনা॥ বরগুনা টু বাঁশবুনিয়া ও চালিতাতলী সড়কটি বিগত দিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকায় দক্ষিনাঞ্চলের বরগুনা আমতলী ও তালতলী উপজেলার মানুষের সাথে যোগাযোগ চরম দুর্ভোগের হয়ে উঠেছে।

সড়কটি সংস্কারের দাবীতে বুধবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা এলজিইডি ঘেরাও করে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মো: জাফর হোসেন হাওলাদার, বরগুনা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শাহআলম হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক নান্না, তরুন সমাজ সেবক আরিফ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার ভুক্তভোগী এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, বরগুনা টু বাঁশবুনিয়া ও চালিতাতলী সড়কটি গত কয়েক বছর ধরে খানাখন্দে পরিনত হয়ে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। স্কুলগামী শিক্ষার্থীসহ গর্ভবতী মায়েদের কষ্টের কোন সীমা নেই। এ যেন রাস্তা নয় মরন ফাঁদে পরিনত হয়েছে। সংস্কারের জন্য ২০১৭/ ১৮ অর্থ বছরে টেন্ডার হলেও এক বছরেও কাজটি অদৃশ্য কারণে বন্ধ রয়েছে।

বরগুনার সদর উপজেলার ৪ টি ইউনিয়নসহ তালতলী পর্যটন কেন্দ্রে যাওয়ার জনপদের দুই লক্ষাধিক মানুষ এ রাস্তার কারনে ভোগান্তির স্বীকার হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।

 

Print Friendly

Related Posts