বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে আন্দ্রে রাসেল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শেষ ওয়ানডেটি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে। পরে তিন বছরের বিরতি শেষে আবারো জাতীয় দলের রঙিন পোশাকে ফিরছেন আন্দ্রে রাসেল। এ বিধ্বংসী অলরাউন্ডারকে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চোট শেষে ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলার আলজারি জোসেফ। সঙ্গে নির্বাচকরা দলে রেখেছেন ব্যাটসম্যান কাইরেন পাওয়েলকেও। বাদ পড়েছেন ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা কার্লোস ব্র্যাথওয়েট, মারলন স্যামুয়েলস, নিকিতা মিলার, শেলডন কত্তরেল ও কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলার আড়ালে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল বলে জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট লো। সে লক্ষ্যেই আন্দ্রে রাসেলকে দলে ডাকা হয়েছে বলে জানাচ্ছেন তিনি।

‘এখন থেকেই আমাদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু। খেলোয়াড়দের সামনে সুযোগ দলে নিজেদের প্রমাণ করা। রাসেলকে ফেরাতে পেরে ভালো লাগছে। তার বিধ্বংসী ক্ষমতা ও প্রাণশক্তি দলকে এরইমধ্যে উজ্জীবিত করা শুরু করেছে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২২ জুলাই, গায়ানায়। ২৫ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয়টি সেন্ট কিটসে, ২৮ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিমো পল, কাইরেন পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

Print Friendly

Related Posts