বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে বর্তমানে মানুষের গড় আয়ু ৭২ বছর। এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭ মাস ২০ দিন বেড়েছে। যা ২০১৬ সালে ছিল  ৭ দশমিক ৬ বছর।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস। অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি। যে কারণে আমরা সার্বিক বিষয় অর্জন করছি। আর সেই কারণেই দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএস এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন, প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক প্রমুখ।

Print Friendly

Related Posts