বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৪তম এশিয়া কাপের। বাংলাদেশ ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেবে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। ষষ্ঠ দল হিসেবে যে কোনো একটি এশিয়ান দেশ আসবে বাছাই পর্ব পেরিয়ে।

গ্রুপ ‘এ’তে থাকছে ভারত, পাকিস্তান এবং বাছাইপর্ব পার হয়ে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

আগামী ২৮ আগষ্ট কুয়ালালামপুরে হংকং, নেপাল, সিঙ্গাপুর, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক মালয়শিয়া অংশ নেবে বাছাই পর্বে।

গত এশিয়াকাপ টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হলেও এবারের আসরটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের ছয়টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ড। এরপর দুই গ্রুপের সেরা চার দল দ্বিতীয় পর্বে খেলবে নিজেদের মধ্যে, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে শিরোপার লড়াইয়ে।

এশিয়া কাপের সূচি

Untitle

Print Friendly

Related Posts