বানভাসীদের বিনামূল্যে সার-বীজ সরবরাহের দাবি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি এড. আব্দুল গনির সভাপতিত্বে পার্টির ৬নং পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন সেলিম, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য এড. আব্দুল গফুর, সহ সভাপতি কে.জি মহিউদ্দিন বাদল, মঞ্জুরুল কবির মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জামান, নগর সম্পাদক এম.এ মালেক মৃধা, শফিকুর রহমান মহাজন, হাসিনা মমতাজ প্রমুখ।
সভায় বক্তাগণ চাউলের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে চাউলের মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে জনমনে স্বস্তি ফিরে আসে।
সভায় বন্যা পরবর্তী বানভাসী কৃষক ও কৃষক পরিবারের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ, বিনা মূল্যে সার-বীজ সরবরাহ, কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণসহ সকল প্রকার ঋণ মওকুফের দাবি জানানো হয়।
সভায় বিদ্যুৎ ও ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানানো হয়।
ঢাকা শহরের যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়াও বার্মায় রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানবিক পদক্ষেপ গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানিয়ে মায়ানমারকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সুপারিশমালা কার্যকর করার আহ্বান জানানো হয়।
Print Friendly

Related Posts