বার্সেলোনাকে গার্ড অব অনার দেওয়া হবে আজ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এল ক্লাসিকোর আগে ‘গার্ড অব অনার’ নিয়ে কম জলঘোলা হয়নি। রিয়াল মাদ্রিদ পরিষ্কার জানিয়ে দিয়েছিল ক্লাসিকোয় বার্সেলোনাকে গার্ড অব অনার দেওয়া হবে না। শেষমেশ ম্যাচের পর ন্যু ক্যাম্পে নিজেরাই নিজেদের গার্ড অব অনার দিয়েছিল বার্সেলোনা। তবে আজ তাদের এই সম্মানটা দেখাবে ভিয়ারিয়াল।

গত মাসে দেপোর্তিভো লা করুণাকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৫তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের প্রথা অনুযায়ী তাই পরের ম্যাচেই প্রতিপক্ষ দলের কাছ থেকে তাদের গার্ড অব অনার পাওয়ার কথা।

কিন্তু গত রোববার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ তা করেনি। রিয়াল কোচ জিনেদিন জিদানের যুক্তি ছিল, তার দল গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জিতে আসার পর তাদের বার্সা গার্ড অব অনার দেয়নি। যদিও জেরার্ড পিকের আহবানে ঠিকই ক্লাসিকো শেষে বার্সা কর্মকর্তারা গার্ড অব অনার দেন ক্লাবের ফুটবলারদের।

ভিয়ারিয়াল জানিয়েছে, চ্যাম্পিয়ন হিসেবে এই সম্মানটা বার্সার প্রাপ্য। তাই আজ ম্যাচের আগে কাতালানদের গার্ড অব অনার দেবে তারা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়। ২০০৯ সালে ক্লাব বিশ্বকাপ জয়ের পরেও বার্সাকে এই সম্মান দিয়েছিল ভিয়ারিয়াল। তখন তাদের কোচ ছিলেন বর্তমানে বার্সার দায়িত্বে থাকা আর্নেস্তো ভালভার্দে।

শেষ তিন ম্যাচে হার এড়ালেই ৩৮ ম্যাচের লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে পুরো এক মৌসুমে অপরাজেয় থাকার কীর্তি গড়বে বার্সা। আজ ভিয়ারিয়ালের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচটাও ঘরের মাঠে খেলবেন মেসিরা। অন্য ম্যাচটি লেভান্তের মাঠে। ক্লাসিকোয় লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না বার্সার ফুলব্যাক সার্জিও রবার্তো।

Print Friendly

Related Posts