বাহুবল উপজেলা আ’লীগের ইফতার মাহফিল

শেখ হাসিনা’র নেতৃত্বে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে ॥ এমপি আবু জাহির

মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নূর মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

বিএনপির সময় দেশে বোমাবাজি হয়েছে। উন্নয়ন হয়নি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। চলমান রয়েছে বরাদ্দ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তাই দেশে বোমাবাজি নেই। মানুষ নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারছে।

তিনি বলেন, দেশ এগিয়ে চলেছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা। দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী সংসদ নির্বাচনে জননেত্রীর নৌকাকে ভোট দিয়ে জয়ী করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হক। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আলাউর রহমান সাহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, ওসি মোঃ মাসুক আলী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ মোঃ আওলাদ, ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফ উদ্দিন লিয়াকত, আজমল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ মেম্বার, প্রচার সম্পাদক ইয়িয়াছ আখঞ্জি, আওয়ামীলীগ নেতা ডাঃ বেনু দেব, নারায়ন চন্দ্র পাল, জিতু মিয়া, প্রভাষক আপ্তাব উদ্দিন, সুফি মিয়া খান, ফুল মিয়া চৌধুরী, যুবলীগ নেতা বদরুল আলম, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ রাজ, বর্তমান সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনাইদ আহমদ, সাংগঠনিক সস্পাদক শাকিল চৌধুরী, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, তরুণলীগ সভাপতি আব্দুল মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আয়াত আলী, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, হুমায়ূন কবির জাবেদ, এম রশিদ আহমেদ, জাকির চৌধুরীসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts