বিএনপি প্রার্থীর সাজা হাইকোর্টে স্থগিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার ৩ বছরের সাজা ও দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট।

দুর্নীতির দায়ে হওয়া সাজা  ও দণ্ড  স্থগিত চেয়ে সাবিরা সুলতানার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রইস উদ্দিনের একক  হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ আদেশের ফলে সাবিরা সুলতানার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে আপাতত কোনো আইনগত বাধা  রইলনা বলে জানান তার আইনজীবী  এম আমিনুল ইসলাম।

তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১২ জুলাই দুর্নীতির মামলায় সাবিরা সুলতানাকে  দুটি ধারায় ৩ বছর করে  দণ্ড ও সাজা  দেন  ঢাকার বিশেষ জজ আদালত।

এরপর গত ৬ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরবর্তিতে সাজা  ও দণ্ড  স্থগিত চেয়ে আবেদন করেন।

দুই দিন আগে একটি দুর্নীতির মামলায় ড. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির পাঁচ নেতার বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিতের আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের  বেঞ্চ।

পরের দিন হাইকোর্টের এই আদেশে ‘নো অর্ডার’ বা আগের আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এমন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, কমপক্ষে দুই বছর সাজা পাওয়া কোনো ব্যক্তিই নির্বাচনে অংশ নিতে পারবে না।

বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় তিনিও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

Print Friendly

Related Posts