নারী সাংবাদিককে ধর্ষণে অভিযুক্ত বিসিসিআই’র সিইও

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ #MeToo-র ঝড় এবার উঠল ভারতীয় ক্রিকেট মহলের অন্দরে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক সাংবাদিককে ধর্ষণের অভিযোগ উঠল বিসিসিআই-র সিইও রাহুল জোহরির বিরুদ্ধে।

ওই লেখিকা টুইটারে বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন। তিনি জানান, নিজের নাম গোপন রাখার শর্তে তাঁর কাছে ই-মেলের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়টি জানার পর বিসিসিআই-র প্রশাসক কমিটিও তৎপর হয়েছে। এক সপ্তাহের মধ্যে রাহুল জোহরিকে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

https://twitter.com/PedestrianPoet/status/1050804696779300864?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1050804696779300864&ref_url=http%3A%2F%2Futtarbangasambad.com%2Fmetoo-bcci-ceo-rahul-johri-accused-sexual-harassment%2F

Print Friendly

Related Posts