বিস্ময়কর সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ : শ্রী সুরেশ প্রভূ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বাঙালী জাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গগনচুম্বি জনপ্রিয়তা বাংলাদেশকে উন্নত দেশের সোপানে পৌঁছে দিতে বিস্ময়কর সক্ষমতা অর্জন করেছে।’’

ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী সুরেশ প্রভূ তাঁর দিল্লীর কার্যালয়ে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব মোহাম্মদ মুসা ও তাঁর স্ত্রী শেখ রেহেনা মুসার সাথে ১৮ অক্টোবর বৃহস্পতিবার এক আলোচনা বৈঠকে উপরোক্ত মন্তব্য করেন।

তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিস্ময়কর উন্নতি ও সমৃদ্ধি লক্ষ্য করে বলা যায় পশ্চৎপদ সিঙ্গাপুর যেভাবে উন্নত বিশ্বের স্তরে পৌঁছে গেছে- আগামী দশকের মধ্যে বাংলাদেশ তদ্রুপ স্তরে পৌঁছে যেতে সক্ষম হবে।’’

বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি ও বিকাশে ’৭১ এর বীরের জাতি যে অসাধ্য সাধন করে চলেছে, তা সানন্দে উল্লেখ করে শ্রী প্রভূ বলেন, ’৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বীরের জাতি বাঙালী জনগনের জন্য ভারতবাসীর সমর্থন ও শুভ কামনা সর্বক্ষন বিদ্যমান রয়েছে”।

বাংলাদেশের শিল্প বিকাশের গতি ত্বরান্বিত করার প্রভূত সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ভারত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে ক্ষুদ্র ও বৃহৎ লক্ষ লক্ষ শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে ১৭ কোটি মানুষের মেধা, অভিজ্ঞতা ও শ্রমকে পরিপূরক ভাবে প্রয়োগ কৌশলের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির শিখরে উত্তরণের সৃজনশীল নেতৃত্ব শেখ হাসিনার মধ্যে বিদ্যমান বলে বিশ্ব নেতৃবৃন্দসহ ভারতের নেতৃবৃন্দ হৃষ্টচিত্তে অবলোকন করছেন’’।

বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ও মুক্তিযুদ্ধের সরকারের নেতৃত্বের প্রতি শ্রী প্রভূর সদিচ্ছা ও সমর্থনের জন্য গভীর শ্রদ্ধা ব্যক্ত করে বি সি এস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির মহাসচিব মোহাম্মদ মুসা বলেন, ‘‘ ’৭১ এর মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতবাসী বাংলাদেশকে সর্ব ক্ষেত্রে অব্যাহতভাবে যে সাহায্য ও সহযোগীতা দিয়ে যাচ্ছে, সে জন্য বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং ’৭১ এর মুক্তিযুদ্ধের আদর্শে উদ্দীপ্ত বাঙালী জাতি ভারতবাসী ও ভারতের সরকারের কাছে গভীর ভাবে কৃতজ্ঞ ও ঋনী’’।

 

ছবি : ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী সুরেশ প্রভূর সাথে বৈঠকে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বি সি এস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার এবং কর্মচারী সমিতির মহা-সচিব মোহাম্মদ মুসা ও শেখ রেহেনা মুসা ।

 

Print Friendly

Related Posts