ভাগাভাগি করতে হলো রঙিন ট্রফি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ড্র হলো সিরিজ। ভাগাভাগি করতে হলো রঙিন ট্রফি।  মিশ্র অনুভূতি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কা সিরিজে দেশের মাটিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে হার। হাতছাড়া হয় সিরিজ। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও সাকিব নেই। অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্টে জয়।

প্রথমবারের মতো তার অধিনায়কত্বে বাংলাদেশ জিতল টেস্ট ম্যাচ। বাড়তি উচ্ছ্বাস নেই। সরাসরি বলেছেন, ট্রফি শেয়ার করতে তার ভালো লাগেনি। তার কথায় স্পষ্ট যে টেস্ট সিরিজ ড্র হওয়ায় সন্তুষ্ট নন তিনি।

টেস্ট সিরিজ জিততে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টে শৃঙ্খলার অভাবে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও সাদা পোশাকের পুরো পারফরম্যান্সে তৃপ্ত নন তিনি।

টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে হাজির হয়ে মাহমুদউল্লাহ বলেন,‘প্রথম টেস্টে আমার মনে হয় আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। শুরুতে আমাদের লক্ষ্য ছিল দুটি ম্যাচেই জেতা। হোম কন্ডিশনে জিম্বাবুয়ে হোক, অস্ট্রেলিয়া হোক কিংবা অন্য যে কোন দলই হোক আমরা সব সময় চাই নিজেদের কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে যেন আমরা সিরিজ জিততে পারি। যে ফরম্যাটই হোক আমাদের লক্ষ্য থাকে এমনটাই। তাই ট্রফিটা শেয়ার করতে খুবই খারাপ লাগছে।’

সিরিজ ড্রয়ের আনন্দ ছুঁতে পারেনি মাহমুদউল্লাহকে। প্রথম ম্যাচে হারের কষ্ট এখনও বয়ে বেড়াচ্ছেন,‘যদি আপনি ম্যাচ জয় করেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে অতটুকু অধিকার থাকে আনন্দ প্রকাশ করার। আমরা যখন খারাপ খেলি, ড্রেসিং রুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানিটা কেউ দেখে না। আমরা এটা কাউকে বলিও না।’

তবে ঢাকা টেস্ট দাপটের সঙ্গে জেতায় অবশ্য খুশি অধিনায়ক,‘প্রথম টেস্টে কিছু শৃঙ্খলতার অভাব ছিল, যা টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওই জিনিসটা আমরা প্রথম টেস্টে করতে পারিনি, যা এই টেস্টে করতে পেরেছি। প্রথম টেস্ট হারের পর আমরা খুব কষ্ট পেয়েছি। আমরা চেয়েছিলাম তার বহিঃপ্রকাশ মাঠে দেখাতে। আমার মনে হয় আমরা কিছুটা হলেও করতে পেরেছি।’

মাহমুদউল্লাহ প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটারদেরও,‘জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ভালো করেছে। প্রথম টেস্টেও ভালো করেছে। এখানেও।’

Print Friendly

Related Posts