ভারতের প্রত্যেক জেলায় শরিয়া আদালত হচ্ছে!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এবার দেশের প্রত্যেক জেলায় শরিয়া আদালত খুলতে চায় সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড। এ নিয়ে ১৫ তারিখ বৈঠকে বসছে তারা। বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষকে শরিয়া আইনের দর্শন ও বিচার সম্পর্কে ওয়াকিবহাল করতে দ্রুত পদক্ষেপ করার জন্য আলোচনা হবে সেখানে।

অন্যান্য বিষয়ের পাশাপাশি তফহিম এ শরিয়ত কমিটি আর সক্রিয় করার ব্যাপারে আলোচনা হবে ল বোর্ডের বৈঠকে। এই কমিটির কাজ হল বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের শরিয়া আইন সম্পর্কে বোঝানো, শরিয়ার যুক্তি তাঁদের সামনে তুলে ধরা। প্রায় ১৫ বছর বয়সী এই কমিটি দেশের নানা জায়গায় সম্মেলন ও ওয়ার্কশপের আয়োজন করে। এ সবের মাধ্যমে ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল লোকেদের মাধ্যমে আইনজীবী সহ বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিতদের শরিয়া আইন সম্পর্কে জানানো হয়।

এই কমিটির লক্ষ্য হল, যদি কোনও শরিয়া সম্পর্কিত মামলা অন্য আদালতে যায় তবে তা যাতে যতটা সম্ভব শরিয়ার আওতায় থাকে তার চেষ্টা করা।

Print Friendly

Related Posts