ভারত মিডিয়ার খবর : সুপার ফোরে ‘বাঘ শিকার’ ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে জয়কে বাঘ শিকার বলে আখ্যায়িত করেছে ভারত। ভারতীয় মিডিয়া লিখেছে, গ্রুপে পাক বধের পর সুপার ফোরে হাসতে হাসতে বেঙ্গল টাইগারদের গর্জন থামাল ‘মেড ইন ব্লু’৷ বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সুপার ফোরে অভিযান শুরু করল ভারত৷ ১৭৪ রান তাড়া করতে নেমে রো-হিটে বাঘ শিকার করল টিম ইন্ডিয়া৷ সুপার সানডে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে রোহিতবিগ্রেড খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে৷

বুধবার গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠেছিল ভারত৷ আর শুক্রবার বাংলাদেশকে হেলায় হারিয়ে সুপার ফোরে অভিযান শুরু করল রোহিত অ্যান্ড কোং৷ বাংলাদেকে অল্প রানে বেঁধে রেখে ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিলেন ভারতীয় বোলাররা৷ বাকি কাজটা করেন ব্যাটসম্যানরা৷

রোহিত-ধাওয়ান ওপেনিং জুটিতে ৬১ রান যোগ করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন৷ তার পর ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন রোহিত শর্মা৷ ৮৩ রানে অপরাজিত থাকেন রোহিত৷১০৪ বলের ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডাারি মারেন তিনি৷ এর আগে ৪৭ বলে ৪০ রানে শাকিব-আল হাসানের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান৷ আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা ধাওয়ান এদিনও শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন৷ এছাড়া ৩৭ বলে ৩৩ রান করেন মহেন্দ্র সিং ধোনি৷

বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ১৪ মাস পর ওয়ান ডে দলে ফিরে বল হাতে কামাল দেখান ৷ ১০ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন জাদেজা৷ প্রথম স্পেলে আট ওভার হাত ঘুরিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট৷ শেষ দুই ওভারে নিলেন একটি উইকেট৷ মিঠুন, মুশফিকুর, শাকিবের পাশাপাশি মোসাদ্দেকের উইকেট তাঁর ঝুলিতে৷ দীর্ঘদিন পর দলে ফিরেই প্রথম ওভারেই শাকিবকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা৷

টস জিতে এদিন বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত৷ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রীত বোলিংয়ের বিরুদ্ধে ১৭৩ রানে অল-আউট হয়ে যায় মাশরাফি-শাকিবরা৷ বাংলাদেশকে প্রাথমিক ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার৷ ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটন দাসকে প্যাভিলিয়নের পথ দেখান ভুবি৷ পরের ওভারেই অন্য ওপেনার নাজমুল হোসেনকে ড্রেসিংরুমে ফেরান জসপ্রীত বুমরাহ৷ এর পরই শুরু হয় জাদেজার ভেলকি৷ একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ইনিংসের মিডল-অর্ডারে ধস নামান৷ কিন্তু লো-অর্ডারে মেহেদি হাসান ও ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়৷ অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেন মাশরাফি ও মেহেদি৷ কিন্তু ৪৭তম ওভারে ভুবনেশ্বরকে পরপর দু’টি ছক্কা মেরে ব্যক্তিগত ২৬ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বাংলাদেশ অধিনায়ক৷

পরের ওভারে মেহেদি হাসানকে ফেরান বুমরাহ৷ ব্যক্তিগত ৪২ রানে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি৷ ৫০ বলে ২টি বাউন্ডারি ও ২টি ওভারের সাহায্যে গুরুত্বপূর্ণ ঝোড়ো ইনিংস খেলেন ডানহাতি অল-রাউন্ডার৷ বাংলাদেশ ইনিংসের এটাই সর্বোচ্চ স্কোর৷ বাংলাদেশ ইনিংসের বাকি ছ’টি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন দুই পেসার ভুবেনশ্বর ও বুমরাহ৷ দু’জনেই তিনটি করে উইকেট নেন৷

Print Friendly

Related Posts