ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, ভূমিকম্প ভারতেও

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল ১০টা ৫৩ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।

এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানায় বুধবার সকালে একটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেন্দ্রীয় রাজধানী দিল্লীতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
খবর সিনহুয়া’র।

আজ সকালে রাজ্যের ঝজজর জেলায় মাঝারি আকারের ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।
দুর্যোগ প্রশমণ বিভাগের এক কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝজজরে এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রোববার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়।

Print Friendly

Related Posts