ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উৎসব

 ইসমাইল হোসেন স্বপন, ইতালি :   ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে   বাংলা টিভির আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়।
ভেনিসের মেস্ত্রে বাংলা টিভির ইতালির ভেনিস প্রতিনিধি ও ভেনিস বাংলা প্রেস ক্লাব এর আহবায়ক মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে যৌথ পরিচালনা করেন  ভেনিস বাংলা প্রেস ক্লাব এর সদস্য সচিব জুম্মন হোসাইন অনিক ও ভৈরব পরিষদ এর মহিলা সম্পাদিকা দোলন জাবেদ।
 অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর কনস্যুলার এডভোকেট জানালবেরতো স্কার্পা বাস্তেরি, সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি এডভোকেট লুদোভিকা লিউচ্ছি।
ed-2
অনুষ্ঠানে শুভ সূচনা করেন  ভেনিসের শিল্পপতি ও বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি, ভেনিস বাংলা প্রেস ক্লাব এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ  আলী, বক্তব্য রাখেন  ভেনিস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  জব্বার মাঝী।  অতিথি ইতাল আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জনাব রেহান উদ্দিন দুলাল, এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, এনটিভি ইউরোপ ব্যুরো প্রধান  মনিরুজ্জামান মনির, বাংলা টিভি ইউরোপ ব্যুরো প্রধান  শাওন আহম্মদ, চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি  ইমদাদুল হক ইমদাত, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার বেপারী, ভেনিস আওয়ামীলীগের সহসভাপতি  তাহের খান ডালু, মোহান্মদ মিলন,  সোলেমান হোসাইন, সালাউদ্দিন হোসাইন,  তাজুল ইসলাম,  আল মামুন ( নাছির উদ্দিন), হোসেন আলী , কিশোর খন্দকার,  ভেনিস রোমান মাল, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি মাহাবুবুর রহমান চঞ্চল,   দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট এর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা সমিতি জনাব গাজী আমিরুল ইসলাম, শরীয়তপুর জেলা সমিতি সহসভাপতি কাজী আসাদুজ্জামান লিজ,ভেনিস,আজাদ খান,সোহানুর রহমান উজ্জ্বল, ভৈরব পরিষদ ভেনিস এর সাধারণ সম্পাদক সেলিম জাবেদ ,  নিয়ামুল চৌধুরী, সহসভাপতি বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস  সবুজ, দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক  লিটন শেখ , কাজী আব্দুল আল রোনাক প্রমুখ  এবং ভেনিস বাংলা সংগীত শিল্পীগোষ্ঠী।
বক্তারা  প্রবাসীদের কল্যাণে নির্মিত একমাত্র প্রবাসী বান্ধব বাংলা টিভি কে ভেনিসে ঈদ উৎসব আয়োজনের জন্য বাংলা টিভি পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানান।
স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবারের ঈদ উৎসব এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাঙ্গালী ও স্থানীয় ইতালিয়ানদের এক সৌহার্দের মিলনমেলায় রুপ নেয়।
Print Friendly

Related Posts