ভোলায় ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৮ পালিত

জাহিদুল ইসলাম, ভোলা: ‘ট্রাফিক আইন মেনে চলি,ট্রাফিক পুলিশকে সহায়তা করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় ভোলা জেলা পুলিশ কর্তৃক ট্রাফিক সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।

রবিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক পুলিশ সপ্তাহ পালন করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।  র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

উক্ত শোভাযাত্রা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,  ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, সদর সার্কেল সাব্বির হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, রোভার স্কাউট এর সদস্যবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ।

পুলিশ সুপার বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ভূয়া ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন এবং চালকের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Print Friendly

Related Posts