মতলব উত্তরে নুরুল আমিন রুহুলের সমর্থনে উঠান বৈঠক

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় বেপারী বাড়িতে বুধবার বিকালে ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারীর নেতৃত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলের সমর্থনে বৈঠকে শত শত নারীর উপস্থিতি ঘটে।

ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আঃ হান্নান বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা বজলুর রহমান ঢালী, সাবেক কমিশনার মুজিবুর রহমান, মহিলা কাউন্সিলর মিল্লাতুন নেছা মিলি, আ’লীগ নেতা রফিক সরদার, ডাঃ এমএ করিম, ছাত্রলীগ নেতা আল-আমিন মিয়াজী, নাছির মোল্লা, সজিব মৃধা প্রমুখ।

এসময় কাউন্সিলর আঃ মান্নান বেপারী বলেন, মতলবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নুরুল আমিন রুহুল ভাইকে নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে সকলেই দেশের কথা উন্নয়নের কথা চিন্তা করে একটি করে নৌকায় ভোট দিবেন। তাহলে মতলবের উন্নয়নের পাশাপাশি আমরা শান্তিতে থাকতে পারবো।

mot-1
ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডে নৌকার পথসভা

মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিনাইয়া পাকা সড়ক সংলগ্ন নির্বাচনী অফিসে বুধবার সন্ধায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাকিব হাসান মুন্সা, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, যুবনেতা মিজানুর রহমান, মাসুম ঢালী, রেহান ঢালী, ছাত্রলীগ কামরুজ্জামান বাবু, নজরুল ইসলাম প্রমুখ। এসময় চাঁদপুর-২ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রহুলকে ৬নং ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী করতে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

mot-3

ব্রাহ্মনচকে নৌকার মিছিল

মতলব উত্তর উপজেলার ব্রাহ্মচক চৌরাস্তা মোড়ে বুধবার সন্ধায় নৌকা প্রতীকের পক্ষে স্বতঃফুর্ত গণমিছিল হয়েছে। এতে অংশগ্রহন করেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ, ওয়ার্ড মেম্বার দুলাল হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা মনির হোসেন প্রধান, সিরাজুল ইসলাম, নুরুজ্জামান প্রধান, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল সালাম সেলিম, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, মহন মিয়াজী, ইলিয়াছ প্রধান, আবুবকর, শরীফ মজুমদার, আলী আসাদ সরকার, , ইকবাল হোসেন, মেনহাজ মিয়া’সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এসময় নৌকা নৌকা স্লোগানে চারিদিক মুখরিত করে মিছিলকারীরা। ৩০ তারিখ নির্বাচনে নৌকার প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলকে জয়যুক্ত করে সংসদ সদস্য পদে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান তারা।

Print Friendly

Related Posts