মতলব উত্তরে চালকদের মাঝে সড়ক ব্যবহারে সচেতনমূলক প্রশিক্ষণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এসোসিয়েশন (জাইকা) এর উদ্যোগে স্থানীয় সড়ক ব্যবহারে চালকদের মাঝে সচেতনতামূলক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় ইউএনও শারমিন আক্তার বলেন, চালক, যাত্রী ও পথচারী সকলে সচেতন হলে সড়ক দূর্ঘটনা কমে যাবে। সকল প্রকার যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে। সেই সাথে মতলব উত্তরে লাইসেন্স ছাড়া কোন গাড়ি সড়কে নামানো যাবে না।

তিনি আরও বলেন, সড়কে চলতে হলে সকলকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। সেজন্য সকলকে নিয়ম জানতে হবে। ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যালসহ যাবতীয় বিষয়গুলো সকলে জেনে সড়কে চলাচল করতে হবে।

প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা বিআরটিএ সার্কেল এর মোটর পরিদর্শক মো. জিয়া উদ্দিন। এসময় জাইকার প্রতিনিধি দীপন চাকমা’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, রোড মার্কিং, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন’সহ বিভিন্ন বিষয়ে চালকদের অবগত করা হয়।

Print Friendly

Related Posts