মতলব উত্তরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) ২০১৮ইং উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ হানিফ দর্জি, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় মোট স্থায়ী ৩৬২ টি কেন্দ্রে এবং অস্থায় ও বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত ৮৬৮ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস ৪ হাজার ৬৬৫ জন ও ১২ থেকে ৫৯ মাসসহ মোট ৩৮ হাজার ২৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly

Related Posts