মতলব উত্তরে ডিস ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুরে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বে জামাল হোসেন বেপারী (৬০) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করছে নিহতের ছেলে কাউছার আহমেদ। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর চাঁন মিয়ার চা দোকানের সামনে এলাকার দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দীর্ঘ দিনের দ্বন্ধের রেশ ধরে সাবেক দু’বারের ইউপি সদস্য জামাল হোসেন বেপারী (৬০) ও মনির হোসেন বেপারী (৫০) এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনির হোসেন বেপারী ও লিটন মিয়াসহ অন্যান্য আসামীরা জামাল হোসেন মেম্বারকে কিল-ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষনিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অবস্থা বেগতিক দেখে কুমিল্লার গৌরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জামাল হোসেন বেপারীকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী কাউসার আহমেদ জানান, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। কথা কাটা-কাটির এক পযায়ে আমার বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরেছে। আমার বাবাকে হারিয়ে এখন আমরা অসহায়।

মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন বলেন, শুক্রবার সকালে নিহত জামাল হোসেনের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।

Print Friendly

Related Posts