মতলব উত্তরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার। মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইদুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর নবী, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, স্যাকমো অব্ধন কুমার মজুমদার, পরিবার পরিকল্পনা সহকারী জাকিয়া সুলতানা, মাহমুদা বেগম প্রমুখ।

কর্মক্ষেত্রে সফলতা অর্জনে শ্রেষ্ঠ হওয়ায় পুরস্কার প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠত্ব সম্মাননা পেয়েছেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী জাকিয়া সুলতানা, ফতেপুর পশ্চিম পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মাহমুদা খানম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, ষাটনল ইউনিয়ন এফপিআই মিজানুর রহমান আকন্দ, ফতেপর পশ্চিম ইউনিয়ন পরিষদ, মোহনপুর ইউনিয়ন স্যাকমো অঞ্জন কুমার মজুমদার ও সূর্যের হাসি ক্লিনিক।

Print Friendly

Related Posts