মতলব উত্তরে মানবাধিকার সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি ॥ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন এর চাঁদপুর জেলার মতলব উত্তর শাখার উদ্যোগে লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকার লুধুয়া হাহস্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় তিনি বলেন, মানবাধিকার সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ দেওয়া একটি বিরল ঘটনা। এ সংগঠনটি যে শিক্ষার্থীদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করছে তাই আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।

মানবাধিকার সংগঠনের মতলব উত্তর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির (চাঁন মিয়া)র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সংগঠনের মতলব উত্তর শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা, সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, মো. মোজাম্মেল হক, সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া জামান আসাদ, প্রধান শিক্ষক শিরিন আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের কো-চেয়ারম্যান মিলাদ বেপারী, ভাইস চেয়ারম্যান মুক্তার আহমেদ পাটোয়ারী, রোমান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বাহার উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরমান তালুকদার, সদস্য মফিজ, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম চৌধুরী, মানবাধিকার কর্মী শাহ্ মো. জহির, ’সহ সদস্যবৃন্দ।

Print Friendly

Related Posts