মতলব উত্তর উপজেলা আ’লীগের বর্ধিত সভায় অ্যাড. নুরুল আমিন রুহুল

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় নুরুল আমিন রুহুল আওয়ামী লীগের দুর্দিনের কিছু চিত্র তুলে ধরে বলেন, এক সময় আমরা ঠিক মত খেতে পারতাম না। ঠিকমত চলতে পারতাম না। সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন, অত্যাচার করতো। সেই দিন আমরা ভুলিনি। কখনো ভুলবো না। ওই নির্যাতনের কথা ভেবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি।

রুহুল আরও বলেন, আমাকে যদি আপনারা এবার ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাহলে, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক মতলব গঠনে কাজ করবো। এলাকার যুবসমাজের হাতকে কর্মের হাতিয়ার হিসেবে দেশের উন্নয়নে ভুমিকা রাখবো। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন। কথা দিলাম মতলবের উন্নয়নে, মতলববাসীর সেবায় সবসময় পাশে থাকবো।

তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান ও নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই মনে করতে হবে শেখ হাসিনা। তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল আমিন রুহুলকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ সরকার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধান, সাধারণ সম্পাদক মমিন দেওয়ান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল মেম্বার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব মোল্লা, আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, বর্তমান সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সিনি: সহ-সভাপতি মিয়া নাছির, অ্যাড. জসিম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুর রহিম, ছেঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা আবু তাহের।

এসময় আওয়ামী লীগ নেতা অ্যাড. মনজুর মোর্শেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক্যালের সাবেক ভিপি ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া’সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts