মমতার রাজ্যে পুলিশের পোশাকের রঙে বদল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  রাজ্য পুলিশের খাঁকি পোশাকে কী বদল আসতে চলেছে৷ সূত্রের খবর, আইপিএস অফিসারদের বাদ দিয়ে অধস্তন পুলিশ অফিসারদের পোশাকের রঙ বদলের প্রস্তাব বিবেচনা স্তরে রয়েছে৷ এক্ষেত্রে খাকির পরিবর্তে সাদা রঙের হতে পারে রাজ্য পুলিশের পোশাক৷

বর্তমানে রাজ্য পুলিশে কর্মরত কর্মীরা খাকি পোশাক পরেন৷ কলকাতা পুলিশের পোশাকের রঙ সাদা৷ রাজ্য জুড়ে পুলিশ কর্মীদের ‘এক রঙের উর্দি’ ভাবনা থেকেই এই প্রস্তাব বলে জানা গিয়েছে৷ পোশাকের রঙ বদলের তালিকায় রয়েছে জেলার বিভিন্ন থানার ওসি, আইসি, এসআই, এএসআই, কনস্টেবলরা৷

পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের ট্রাফিক গার্ডের কর্মীরাও খাকি পোশাক পরে থাকেন৷ প্রস্তাব নিয়ম আকারে লাগু হলে তারাও সাদা পোশাক পরবেন৷ বদল আসতে পারে উর্দির নকশাতেও৷ কলকাতা পুলিশের মতো করে রাজ্য পুলিশের পোশাক তৈরির জন্যই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে৷

Print Friendly

Related Posts