মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ॥ পরিচয়

ভারতের আসামে নাগরিকত্বের খসড়া তালিকায় বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। এ ধরনের খসড়া পশ্চিমবঙ্গেও হতে পারে এমন হুঁশিয়ারি জানিয়েছে বিজেপি। এতে এখন এক অজানা আতঙ্ক ঘিরে রেখেছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন রাজ্যে।

এ বিষয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আসামে কেবল বাঙালিদেরই লক্ষ্য করে এই খসড়া করা হয়েছে। তিনি বলেছেন, ‘মুখে বলা হচ্ছে, ভারতের শীর্ষ আদালতের নজরদারিতে এনআরসি তালিকা করা হয়েছে। অথচ বাস্তব সত্য হচ্ছে, এনআরসি তালিকা করেছে মোদি সরকারই।’

আর এবার শুধু বক্তৃতার মঞ্চে প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হননি মমতা, হাতে তুলে নিয়েছেন কলম। একই সঙ্গে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লিখেছেন একটি কবিতা। কবিতার প্রতিটি  পঙক্তিতে লাইনে জানিয়েছেন প্রতিবাদ। শেষে নিজের ফেসবুক ওয়ালে সেটি পোস্টও করেন তিনি। কবিতাটির নাম  দিয়েছেন ‘পরিচয়’। পাঠকদের জন্যে কবিতাটি তুলে ধরা হলো :

 

‘পরিচয়’

 

তোমার পদবি কী?

তোমার পিতৃপরিচয়?

তোমার ভাষা কী?

তোমার ধর্ম কী?

জানো না?

তবে যাও,

এ পৃথিবীতে তোমার জায়গা নেই।

তুমি কে?

কী তোমার পরিচয়?

কোথায় থাকো?

কোথায় শিক্ষা?

জানো না?

তা হলে তুমি দেশদ্রোহী।।

তুমি কে?

কাকে সমর্থন করো?

তোমার পাঁচপুরুষের নাম নথিভুক্ত আছে কী?

তোমার পোশাক পরিচ্ছদ কী?

তোমার কি গোবর-ধন অ্যাকাউন্ট আছে?

নেই?

তবে তুমি অনুপ্রবেশকারী।।

তুমি কি ‘মন কি বাত’ শোনো?

তুমি কি শাসকের বিরুদ্ধে লেখো?

তোমার কি ফোনে আধার আছে?

তুমি কি পে-বি-টিম-এর মেম্বার?

সব নথিভুক্ত আছে কি?

তুমি কি শোষকের বিরোধী?

তোমার তবে স্থান নেই,

তুমি উগ্রপন্থী।।

তুমি কী কী খাও?

কোথায় কোথায় যাও?

তুমি কি অন্য ধর্মের লোক?

তুমি কি দলিত?

তুমি কি খ্রিস্টান?

তুমি কি সংখ্যালঘু?

তুমি কি রাবণের সমর্থক নও?

তবে তুমি বৈরাগ্য নাও।

তুমি কি শাসকের ক্ষমতা জানো?

তুমি কি শোষকদের agency  চেনো?

তুমি কি একজন প্রতিবাদী?

তুমি কি শাসক বিরোধী?

তবে তুমি দেশ বিরোধী,

তোমার জায়গা নেই।।

Print Friendly

Related Posts