মার্করামের ব্যাটে আলোয় ফিরল ক্রিকেট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বল বিকৃতি নিয়ে সরগরম গোটা ক্রীড়া জগৎ৷ অজিদের আফ্রিকান সাফারির তৃতীয় টেস্টে ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল বিকৃত করার ছবি টিভি ক্যামেরায় ধরা পড়ার পর সমালোচনার সুনামি ওঠে ক্রিকেটবিশ্বে৷ সেই সুনামির পর মার্করামের ব্যাটে ফের অন্ধকার থেকে আলোয় ফিরল ক্রিকেট৷

নতুন করে ক্রিকেট অনুরাগীদের ফের টিভির পর্দায় সামনে বসিয়ে দিলেন দশটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন প্রোটিয়া ওপনার এডেন মার্করাম৷ এক সপ্তাহ ধরে চলা কলঙ্কিত স্যান্ডপেপার ইস্যু ছাপিয়ে শিরোনামে উঠে এল মার্করামের ১৫২ রানের অনবদ্য ইনিংস৷

‘স্যান্ডপেপার গেট’ কলঙ্কিত অধ্যায়ের দু:স্বপ্ন ভুলে শুক্রবার থেকে নতুন লড়াই শুরু করে টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া৷ প্রোটিয়া সফরে সিরিজ রক্ষার লড়াই নেমে প্রথম দিনটা মোটের উপর গড় মার্কস নিয়ে মাঠ ছাড়ল স্মিথ-ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়ান দল৷ প্যাট কামিন্স তিনটি ও অভিষেক ম্যাচে নবাগত চ্যাড সেয়ার্স দুটি উইকেট নিলেন৷ তবে প্রোটিয়াদের রানের গতি আটকাতে পারল না অজি পেস ব্রিগেড৷

জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এল ৩১৩ রান৷ দ্বিতীয় দিন চার উইকেটের পুঁজি নিয়ে চারশো রানের গণ্ডি পার করতে পারলে, অজিদের অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিতে পারে প্রোটিয়াবাহিনী৷

দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন দেড়শো রানের দুরন্ত ইনিংস খেললেন ওপেনার এডেন মার্করাম৷ ২১৬ বল খেলে ১৭টি বাউন্ডারি ও একটি ছয় হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার৷ এটাই মার্করামের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ রান৷ দুরন্ত এই ইনিংসের জন্য ক্রিকেটবিশ্বের অনেকেরই প্রশংসা পেলেন মার্করাম৷

অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে এবিডি ডিভিলিয়ার্স সাতটি বাউন্ডারি ও একটি ছয়ের সাহায্যে ৬৯ রানের ইনিংস হাঁকান৷ টেস্ট কেরিয়ারের ৪৬ তম হাফসেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন প্রোটিয়া ওপেনার৷ দিনের শেষে বাহুমা ২৫ ও কুন্টন ডি’কক ৭ রানে ক্রিজে রয়েছেন৷প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসি এদিন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন৷

সিরিজে ২-১ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷

Print Friendly

Related Posts